ময়মনসিংহ বিভাগসারাদেশ

২০০ বছরের পুরোনো খাগড়িয়া উৎসব পালিত

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃজামালপুরের সরিষাবাড়ীতে খাগড়িয়া কালিমাতার মন্দিরে হিন্দুসম্প্রদায়ের বার্ষিক ২০০ বছরের ঐতিহ্যবাহী খাগড়িয়া উৎসব অনুষ্ঠিত হয়েছে।খাগড়িয়া কালিমাতার মন্দির কমিটির সূত্রে জানা যায় ভারত এবং বাংলাদেশের ময়মনসিংহ,নেত্রকোনা,কিশোরগঞ্জ, জামালপুর, শেরপুর ও ঢাকা জেলা থেকে ভক্তরা প্রতি বছরের মত এবছর সমবেত হয়েছেন। খাগড়িয়া উৎসব উপলক্ষে ঝিনাই নদের তীরে সামাজিক সুরক্ষা মেনে বিশাল এলাকা জুড়ে মেলার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান এর মধ্যে রয়েছে পূজা, অর্চনা,ধর্মীয় নাট্যানুষ্ঠান, প্রতিমা বিসর্জন ও নব প্রতিমা স্থাপন, বিশ্ব শান্তি ও মানব কল্যাণে গীতাযজ্ঞ,প্রসাদ বিতরন,আরতি,সাংস্কৃতিক অনুষ্ঠান, কালিপূজা ইত্যাদি।
ময়মনসিংহ থেকে আগত শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের ছাত্রী শ্রেয়া সাহা বলেন,” মায়ের আশীর্বাদ নিতে এসেছি”

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button