বিপিএলে আইকন থাকবেন মাশরাফী!

বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএল) এবারের সপ্তম আসর ‘বঙ্গবন্ধু বিপিএল’ নামে মাঠে গড়াবে। সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে আয়োজিত এ আসরে থাকবে না কোন ফ্র্যাঞ্চাইজি। আর এ আসরে আইকন হিসেবে থাকবেন মাশরাফী বিন মোর্ত্তজা।
রংপুর রাইডার্সে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। আর এতে মাশরাফী বিন মোর্ত্তজা আইকন থাকবে কি না সে ব্যাপারে তৈরি হয় ধোঁয়াশা। গুঞ্জন ওঠে জাতীয় দল থেকে অবসর নিলে বিপিএলে আর আইকন হিসেবে থাকবেন না মাশরাফী।
বুধবার মাশরাফীর আইকন থাকার ব্যাপারটি নিশ্চিত করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘অবসর নিলেও মাশরাফী যতদিন বিপিএল খেলবে, ততদিন আইকন থাকবে।’
অন্যদিকে চট্টগ্রামে একমাত্র টেস্টে বড় ব্যবধানে হারে বাংলাদেশ। ম্যাচে চার স্পিনার নিয়ে মাঠে নামেন সাকিব। পেসার ছাড়া মাঠে নামায় প্রশ্ন উঠেছে সাকিবের একাদশ বাছাই নিয়ে। এ প্রসঙ্গে পাপন মাশরাফী ও সাকিবের অধিনায়কত্বের তুলনা করে পাপন বলেন, ‘মাশরাফি চায় ৪ পেসার নিয়ে খেলতে আর সাকিব চায় স্পিন নিয়ে খেলতে।’