আন্তর্জাতিক

পদত্যাগের কোনো প্রশ্নই আসে না: ইমরান খান

পদত্যাগের কোনো প্রশ্নই আসে না বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, আমি বিরোধী দলের এজেন্ডাগুলো বুঝতে পারছি না। এদিকে, আগামী ৩১ অক্টোবর ইসলামাবাদে সরকারবিরোধী ‘আজাদি মার্চ’-এর আহ্বান জানিয়েছেন দেশটির বিরোধী দল জামিয়াত উলেমা-ই-ইসলামের প্রধান মাওলানা ফজল। তবে ইমরান খান জানিয়েছেন, তিনি এই সমাবেশকে কেন্দ্র করে কোনো চাপ নিচ্ছেন না।

পাকিস্তানের রক্ষণশীল ধর্মীয় সংগঠন জামিয়াত উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ) দলের নেতা ফজল-উর-রেহমানের ইমরানবিরোধী এই প্রচারণায় সমর্থন জানিয়েছে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও বেনজির ভুট্টোর নেতৃত্বাধীন বিরোধী দলগুলো। তবে কোনো ধরনের অসাংবিধানিক পদক্ষেপকে তারা সমর্থন করবে না বলে জানিয়েছে। ফজল-উর-রেহমান বলেছেন, ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হওয়া ইমরান খানের সরকার ‘অযোগ্য ও অবৈধ’। এদিকে, বুধবার এক সাংবাদ সম্মেলনে বিরোধী দলের ওই সমাবেশে নিয়ে নিজের মতামত তুলে ধরে ইমরান খান জানিয়েছেন, পররাষ্ট্র নীতি, বেকারত্বসহ বেশ কিছু ইস্যু নিয়ে আজাদি মার্চ করবে বিরোধী দল।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button