খেলা

অতীত ভুলে যেতে চান উমর আকমল

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলতি মাসের শেষ দিকে পাকিস্তান সফরে যাচ্ছে শ্রীলংকা। একে সামনে রেখে ২০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে পাক ক্রিকেট বোর্ড (পিসিবি)। দীর্ঘদিন পর দলে ফিরেছেন হার্ডহিটার উমর আকমল। দলের প্রয়োজনে যেকোনো পজিশনে খেলতে প্রস্তুত তিনি।

আকমল বলেন, টিম ম্যানেজমেন্ট যেখানে চাইবে, সেখানে ব্যাট করতে প্রস্তুত আমি চলমান কায়েদ-ই-আযম ট্রফির ম্যাচে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ঝড়ো হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন আকমল। এতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন বলে জানিয়েছেন তিনি।

পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজকে উমর বলেন, কায়েদ-ই-আযম ট্রফির প্রথম ম্যাচে রান পাওয়ার পর আমার আত্মবিশ্বাস বেড়েছে। আমি দারুণ ফর্মে আছি। এ মুহূর্তে রিদম আছে। সেন্ট্রাল পাঞ্জাবের হয়ে ওয়ানডাউনে ব্যাটিং করেন উমর। ১০ চার ও ২ ছক্কায় খেলেন ৮৯ রানের ঝড়ো ইনিংস। তিনি যোগ করেন, আমি অতীত ভুলে যেতে চাই। ক্যারিয়ারে নতুন পথচলা শুরু করতে চাই।

গেল মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে দেরিতে করে হোটেল রুমে ফেরায় ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা গুনেন আকমল। পরে ক্ষমাও চান। তবু বিশ্বকাপের দলে জায়গা হয়নি ২৯ বছরের ব্যাটারের।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button