খেলা

অবসরের ঘোষণা মারিয়া শারাপোভার

পেশাদার টেনিস থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ‘গ্ল্যামার গার্ল’ ৩২ বছর বয়সী মারিয়া শারাপোভা। ভোগ অ্যান্ড ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনে এ রুশ তারকা লিখেছেন, ‘টেনিস— আমি গুডবাই জানাচ্ছি।’

এবারের অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে যাওয়ার পরই অবসরের ইঙ্গিত দিয়েছিলেন শারাপোভা।

২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে সেরিনা উইলিয়ামসকে হারিয়ে উইম্বলডন খেতাব জিতে নিয়েছিলেন মারিয়া। এরপর জেতেন ২০০৬ ইউএস ওপেন, ২০০৮ অস্ট্রেলিয়ান ওপেন এবং ২০১২ ও ২০১৪ ফ্রেঞ্চ ওপেন।

টেনিসের পাশাপাশি মডেল হিসেবেও খ্যাতির শীর্ষে ছিলেন তিনি। র‌্যাম্পে আগুন ধরাতেন এই রুশ সুন্দরী। ২০১৬ সালে তার বিরুদ্ধে ডোপ নেওয়ার অভিযোগ ওঠে। ১৫ মাসের জন্য নির্বাসিত হন শারাপোভা। নির্বাসন কাটিয়ে যখন কোর্টে ফিরলেন, তখন তার খেলায় আগের সেই ধার ছিল না। অবশেষে ৩২ বছর বয়সে টেনিসকে বিদায় জানালেন এ রুশ সুন্দরী।

ফেলে আসা দিনের কথা উল্লেখ করে শারাপোভা লিখেছেন, ‘আমার যখন ছ’ বছর বয়স, তখন আমি বাবার সঙ্গে ফ্লোরিডা চলে আসি। যখন টেনিস খেলতে শুরু করি তখন নেটের উল্টো দিকে দাঁড়ানো সব মেয়েরাই আমার থেকে বয়সে বড় ছিল। টেনিসই আমাকে পরিচিতি দিয়েছিল।’

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button