খেলা

ক্রিকেটারদের ব্যক্তিগত প্রশিক্ষণ: বৃহস্পতিবার যোগ দেবেন তাসকিন

রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলমান ব্যক্তিগত প্রশিক্ষণে বৃহস্পতিবার যোগ দেবেন বাংলাদেশ জাতীয় দলের ডানহাতি পেসার তাসকিন আহমেদ।

গত কয়েকদিন ধরে একটি বালির মাঠে অনুশীলন করলেও বিসিবির ব্যক্তিগত ট্রেনিং কর্মসূচিতে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন এ পেসার।

স্বাস্থ্য সুরক্ষা বজায় রেখে বিসিবির এ কর্মসূচিতে এর আগে যোগ দিয়েছেন মুশফিকুর রহিম, শফিউল ইসলাম, ইমরুল কায়েস ও মোহাম্মদ মিঠুন।

চলমান করোনাভাইরাস মহামারির কারণে ক্রিকেটারদের ঘরের বাইরে প্রশিক্ষণে নিরুৎসাহিত করে আসছিল বিসিবি।

পরে কয়েকজন ক্রিকেটার প্রশিক্ষণের ব্যবস্থা করার অনুরোধ করলে তাতে সাড়া দিয়ে খেলোয়াড়দের ব্যক্তিগত প্রশিক্ষণে সহায়তা করার জন্য একটি প্রশিক্ষক নিয়োগ করে বোর্ড।

মিরপুর ছাড়াও খুলনায় নুরুল হাসান সোহান ও মাহাদী হাসান, সিলেটে সৈয়দ খালেদ আহমদ ও নাসুম আহমেদ এবং চট্টগ্রামে নাঈম হাসান অনুশীলনে অংশ নিয়েছেন।

এদিকে, করোনার কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ৫টি টেস্টসহ বাংলাদেশ দলের কমপক্ষে ১৪টি আন্তর্জাতিক ম্যাচ পিছিয়ে গেছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button