খেলা

টেস্ট খেলতে দুই ভাগে পাকিস্তানে উড়াল টাইগারদের

আগেই জানানো হয় টি-টোয়েন্টি সিরিজের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে এবার আর চাটার্ড বিমানে যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দল। ক্রিকেটাররা যাচ্ছে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে। তবে টিকিটের সংকট থাকায় দলের সবার এক ফ্লাইটে জায়গা হয়নি। ফলে ট্রানজিট পয়েন্ট দোহা পর্যন্ত যেতে হচ্ছে দুই ভাগে বিভক্ত হয়ে। এরপর দোহা থেকে সবাই এক সঙ্গে ইসলামাবাদে পৌঁছে রওনা হবে টেস্ট ম্যাচের শহর রাওয়ালপিন্ডিতে।

মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫০ মিনিটে দিনের প্রথম ফ্লাইটে দোহা যাত্রা করেন নির্বাচক হাবিবুল বাশার সুমন, টিম ম্যানেজার সাব্বির খান সহ চার ক্রিকেটার। ১৪ সদস্যের দলের বাকিরা ও টিম ম্যানেজমেন্টের অন্যান্যরা হযরত শাহজালাল বিমানবন্দর ছেড়ে গেছেন সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে কাতার এয়ারওয়েজের আরেকটি ফ্লাইটে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দেওয়া তথ্যমতে, মঙ্গলবার দোহা থেকে রওনা দিয়ে বুধবার (৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টায় ইসলামাবাদে অবতরণ করবে লাল সবুজের দল। সেখান থেকে ৪৫ মিনিটের ভ্রমণ শেষে রাওয়ালপিন্ডিতে পৌঁছানোর কথা রয়েছে টাইগারদের।

বুধবার রাওয়ালপিন্ডি পৌঁছে বৃহস্পতিবার এক দিনের অনুশীলন শেষে ৭ ফেব্রুয়ারি দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে সফরকারী বাংলাদেশ।

প্রথম টেস্টে বাংলাদেশ স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মো: মিঠুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন, আবু যায়েদ রাহি, আল-আমিন হোসেন, রুবেল হোসেন এবং সৌম্য সরকার।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button