খেলা

বাংলাদেশের বদলে ইসরায়েলে খেলবেন মেসিরা

অনলাইন ডেস্ক

বাংলাদেশের ফুটবল অঙ্গনে বইছে সুবাতাস। কাতার খেলে গেল বাংলাদেশে। ওই ম্যাচে জামাল ভূঁইয়ারা দারুণ লড়াই করে। কলকাতায় গিয়ে বাংলাদেশ দুর্দান্ত ফুটবল উপহার দিল। এরই মধ্যে বাংলাদেশে মেসির আর্জেন্টিনার আসার খবরে চাঞ্চল্য শুরু হয়ে গিয়েছিল। নভেম্বরের মাঝামাঝি ম্যাচ। ভক্তরা টিকিটের খোঁজ নিতেও শুরু করেছিলেন। কিন্তু পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, আর্জেন্টিনা ফুটবল দল প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে আসছেন না।

আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন নভেম্বরে তাদের প্রীতি ম্যাচের নতুন সূচি প্রকাশ করেছে। তাতে এমনটাই বলা হয়েছে। আর্জেন্টিনা সংবাদ মাধ্যম মুন্ডো আলবেসেলেস্তের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী নভেম্বরে ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনা দুটি প্রীতি ম্যাচ খেলবে। এর আগে ঘোষণা দেওয়া হয়েছিল, নভেম্বরে ব্রাজিল এবং প্যারাগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। কিন্তু দ্বিতীয় প্রতিদ্বন্দ্বী হিসেবে প্যারাগুয়ের জায়গায় উরুগুয়ের বিপক্ষে খেলবেন মেসিরা।

আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় থাকা লিওনেল মেসি ওই দুই প্রীতি ম্যাচের দলে ফিরবেন। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বিষয়টি নিশ্চিত করেছেন। নভেম্বরের প্রীতি ম্যাচে মেসির সঙ্গে সার্জিও আগুয়েরোও ফিরবেন বলে জানিয়েছেন কোচ। সৌদি আরবের রিয়াদে ১৫ নভেম্বর প্রথম প্রীতি ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। পরের ম্যাচ বাংলাদেশ থেকে ঘুরে গেছে ইসরায়েলে। উরুগুয়ের বিপক্ষে তেলআবিবে ১৭ নভেম্বর মুখোমুখি হবেন মেসিরা।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা এখনও ঢাকায় আর্জেন্টিনা জাতীয় দলকে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।  আর্জেন্টিনা ২০২০ সালে ঘরের মাঠে কোপা আমেরিকার জন্য প্রস্তুতি নিচ্ছে। আগামী ১২ জুন উদ্বোধনী ম্যাচ খেলবে আর্জেন্টিনা। যৌথভাবে কোপা আমেরিকা আয়োজনে আর্জেন্টিনার সঙ্গে থাকবে কলম্বিয়া। আগামী ৩ ডিসেম্বর কোপা আমেরিকার ড্র অনুষ্ঠিত হওয়ার কথা আছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button