অর্থনীতি

চিকিৎসার জন্য বিদেশে টাকা পাঠানো যাবে

করোনাভাইরাস প্রতিরোধে পৃথিবীর প্রায় সব দেশই আন্তর্জাতিক আগমনসহ বহির্গমন বন্ধ রেখেছে। এর ফলে অনেক বাংলাদেশি ভ্রমণ ও চিকিৎসার জন্য বিদেশে গিয়ে আটকা পড়েছেন। সেইসব আটকে পড়া বাংলাদেশিদের ব্যয়ের জন্য প্রয়োজনীয় অর্থ পাঠানোর অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সম্পতি কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনটি সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদেশে আটকে পড়াদের প্রয়োজনীয় ব্যয় সামলাতে তাদের ভ্রমণ বা চিকিৎসা কোটা অনুযায়ী অর্থ তাদের আন্তর্জাতিক ক্রেডিট কার্ডে দেয়া যাবে।
গ্রাহকের আবেদনের পরিপ্রেক্ষিতে কার্ডের লিমিট বাড়িয়ে দিতে পারবে ব্যাংকগুলো। এছাড়া কার্ডের লিমিটের বেশি অর্থের প্রয়োজন হলে সেই অর্থ ছাড় করাতে পারবে ব্যাংক।
গ্রাহকের চাহিদা অনুসারে বিদেশের ব্যাংক, হাসপাতালের অ্যাকাউন্ট বা এক্সচেঞ্জ হাউসে অর্থ পাঠানো যাবে। তবে এক্ষেত্রে পাঠানো অর্থ অবশ্যই যৌক্তিক পরিমাণ হতে হবে। অর্থ ছাড়ের পর কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে অনুমোদন নিতে হবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button