অর্থনীতি

বিজিএমইএ ভবনের মালামাল সরাতে সময় চাইলেন সভাপতি

বিজিএমইএ ভবনের মালামাল সরানোর জন্য পাঁচ-ছয় দিন সময় চেয়েছেন বিজিএমইএর সভাপতি রুবানা হক। বিজিএমইএ ভবন ভাঙার আদালতের সিদ্ধান্তের প্রেক্ষিতে তিনি এই সময় চান।

শনিবার (২৬ অক্টোবর) সকালে সাভারে আশুলিয়ার শ্রীপুর এলাকায় ‘কমিউনিটি পুলিশিং ডে’ উপলক্ষে শিল্প পুলিশ-১ এর কার্যালয়ে বিশেষ অতিথি হিসেবে র‌্যালিতে অংশ নিয়ে তিনি একথা জানান।

এ সময় তিনি বলেন, কমিউনিটি পুলিশ শিল্পাঞ্চলের বাইরে গিয়েও সৃজনশীল বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হওয়াটা অত্যন্ত ভালো ইঙ্গিত। এভাবে লোকালয়ের প্রত্যেকটি কর্মকাণ্ডের সঙ্গে পুলিশকে সম্পৃক্ত করতে পারলে সকলের উপকার হবে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন- ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এবং শিল্প পুলিশের আইজিপি আব্দুস সালাম ছাড়াও সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনাদৌলা, ধামরাই উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, আশুলিয়া ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন মাদবর ও ইয়ারপুর ইউপি চেয়ারম্যান সৈয়দ আহমেদ ভূইয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ ও শ্রমিক নেতাকর্মীরা।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button