শিক্ষাঙ্গন

চবিতে ‘বি’ ইউনিটের পরীক্ষার মধ্যদিয়ে ভর্তিযুদ্ধ শুরু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথম দিনের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী রবিবার (২৭ অক্টোবর) সকাল ৯টা ৪৫ মিনিটে ‘বি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলবে দুপুর ১২টা পর্যন্ত।

কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই এ বছর শান্তিপূর্ণভাবে পরীক্ষা চলছে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে।

অন্যদিকে দুপুর ২টা ১৫ মিনিটে ‘বি’ ইউনিটের দ্বিতীয় শিফটের রোল : ২২১০০৩ থেকে ২৪২০০৪ পর্যন্ত শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা চলবে বিকালে ৪টা ৩০ মিনিট পর্যন্ত। ‘বি’ ইউনিটের দুই শিফটের সব পরীক্ষাই চবি ক্যাম্পাসে হবে।

এ বছর চবিতে চারটি ইউনিট ও দুইটি উপ-ইউনিটে মোট আবেদনকারী ১ লাখ ৬৬ হাজার ৮৭০ জন। যা সাধারণ ও কোটা আসনসহ ৪ হাজার ৯২৬ আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৩৪ জন পরীক্ষার্থী।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button