শিক্ষাঙ্গন

দাখিলের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ শুরু

আজ (১ অক্টোবর) থেকে শুরু হয়েছে এ বছরের দাখিল পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণের কার্যক্রম। আগামী ৭ নভেম্বর পর্যন্ত মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বোর্ডের আঞ্চলিক কার্যালয়গুলো থেকে দাখিল পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হবে বলে আদেশ জারি করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।

ওই আদেশে বলা হয়, ঢাকা, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী জেলার দাখিল পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে সরাসরি সংগ্রহ করতে হবে। আর বাদবাকি জেলার রেজিস্ট্রেশন কার্ড আঞ্চলিক কার্যালয়গুলোতে সংগ্রহ করতে মাদ্রাসাগুলোর প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া, রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহে প্রতিষ্ঠানগুলোকে মাদ্রাসা শিক্ষাবোর্ড ও বোর্ডের আঞ্চলিক কার্যালয়গুলো বরাবর আবেদন করতে হবে। ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতির মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান বা বৈধ প্রতিনিধিদের মাদ্রাসা শিক্ষাবোর্ড ও বোর্ডের আঞ্চলিক কার্যালয়গুলো থেকে রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করার জন্য বলা হয়েছে। শুধু তাই নয়, যেসব প্রতিষ্ঠানের অধ্যক্ষ, সুপার, ম্যানেজিং কমিটির বা গভর্নিং বডির সভাপতির পদ নিয়ে জটিলতা রয়েছে তাদের ডিসি বা ইউএনওদের মাধ্যমে বৈধ প্রতিনিধি নির্ধারণ করে রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহের আবেদন করতে বলা হয়েছে। একইসঙ্গে রেজিস্ট্রেশন কার্ডে কোনো ভুল পরিলক্ষিত হলে তা সংশোধন করতে সঙ্গে সঙ্গে মাদ্রাসা শিক্ষা বোর্ডে আবেদন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button