শিক্ষাঙ্গন

পুন্ড্র বিশ্ববিদ্যালয়ে স্প্রিং সেমিস্টারে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে স্প্রিং-২০২১ সেমিস্টারে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম গতকাল শনিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আ.ন.ম. রেজাউল করিমের সভাপতিত্বে ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল এ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বৈশাখী টেলিভিশনের চিফ নিউজ এডিটর সাইফুল ইসলাম, গেস্ট অব অনার হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম। ওরিয়েন্টেশন প্রোগ্রাম সঞ্চালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র প্রফেসর, জুরি টু চেয়ারম্যান ও সদস্য বিওটি প্রফেসর ড. মোহা. হাছানাত আলী। উক্ত প্রোগ্রামে অন্যান্যদের মধ্যে ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এম. আমিনুল ইসলাম, ইমেরিটাস প্রফেসর ড. এম. আফজাল হোসেন, টিএমএসএস এর উপ-নির্বাহী পরিচালক ও বিওটি’র ভাইস চেয়ারম্যান ডাঃ মোঃ মতিউর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ আনসার আলী তালুকদার। ধন্যবাদ জ্ঞাপন করেন বিওটির সেক্রেটারী এ. এইচ. এম গোলাম রসুল খান রানা।ওরিয়েন্টেশন প্রোগ্রামে নবাগত শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে অতিথিগণ মূল্যবান বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন সমাজ হিতৈষী প্রফেসর ড. হোসনে আরা বেগমসহ অন্যান্য উদ্যোক্তা যাঁরা সেবামূলক মনোভাব নিয়ে উত্তরবঙ্গের বেসরকারি বিশ্ববিদ্যালয় পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি প্রতিষ্ঠা করেছেন এবং উচ্চ শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তাঁদের সবাইকে ধন্যবাদ জানান। উত্তরবঙ্গের অবহেলিত জনপদের মান সম্পূর্ণ উচ্চ শিক্ষা প্রদানে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন এবং বিশ্ববিদ্যালয়টি অত্র অঞ্চলে একটি সম্ভাবনাময় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন উত্তরবঙ্গের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হয়ে ভবিষ্যৎ স্বপ্ন বিনির্মাণে লক্ষ স্থির করেছেন তাঁদের সৎ ও ভাল মানুষ হতে হবে। সবাই হয়তো বিখ্যাত মানুষ হবেনা তবে চেষ্টা করলে সৎ মানুষ হওয়া যাবে। সবাইকে দেশের ভবিষ্যৎ নেতৃত্ব প্রদানের যোগ্য মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button