শিক্ষাঙ্গন

বশেমুরবিপ্রবিতে চিকিৎসা সেবা দিচ্ছে ধরিত্রী গ্রুপ অব বাংলাদেশ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য খোন্দকার নাসিরুদ্দিনের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করছে ‘ধরিত্রী গ্রুপ অব বাংলাদেশ’ নামক একটি সংগঠন।

গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) আন্দোলনের দ্বিতীয় দিন থেকে সংগঠনটির ব্যানারে স্বাস্থ্যসেবা প্রদান করছেন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটানা ৫ম দিনের মতো চলমান অনশন এবং আন্দোলন কর্মসূচিতে বিভিন্ন সময় শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পরলে এই মেডিকেল বুথ থেকে বিনামূল্যে প্রাথমিক ঔষধ, ওআরএস এবং আইভি স্যালাইন সরবরাহসহ চিকিৎসা সেবা প্রদান করছে সংগঠনটির স্বেচ্ছাসেবীরা।

এ বিষয়ে জানতে চাইলে সংগঠনের প্রতিষ্ঠাতা মো. গোলাম রাব্বানী বলেন, ‘চলমান উপাচার্য অপসারণের আন্দোলন এবং আমরণ অনশনরত শিক্ষার্থীরা না খেয়ে থাকার ফলে পানিশূন্যতাসহ বিভিন্ন শারীরিক সমস্যার সম্মুখীন হচ্ছেন যার কারণে আমরা এই বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা অব্যাহত রেখেছি।’

চিকিৎসা সেবা কতদিন অব্যাহত রাখা হবে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ‘চলমান আন্দোলনের ওপরই নির্ভর করছে আমাদের চিকিৎসা সেবা।’

প্রসঙ্গত, বশেমুরবিপ্রবিতে গত ১৯ সেপ্টেম্বর বিভিন্ন দুর্নীতি, অনিয়ম, নিয়োগ বাণিজ্য, নারী কেলেঙ্কারি ও বাক স্বাধীনতাসহ নানা অভিযোগ এনে উপাচার্য অপসারণের দাবিতে আন্দোলন শুরু হয়। পরবর্তীতে এ আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কিছু অংশ, প্রাক্তন শিক্ষার্থীরা, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ এবং জেলা আওয়ামী লীগ সমর্থন করেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button