শিক্ষাঙ্গন

বুটেক্সে প্রতি আসনে লড়বেন ১৯ জন

প্রকাশিত হয়েছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০১৯-২০ সেশনের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের তালিকা। লিখিত পরীক্ষার জন্য ৬০০ আসনের বিপরীতে ১১ হাজার ৩৩০ জনকে নির্বাচিত করা হয়েছে। রবিবার (৩ নভেম্বর) এ তালিকা প্রকাশ করেছে বুটেক্স প্রশাসন।

এ বছরে দুইটি ধাপে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা হয়। ১ম ধাপে ২০০ টাকা আবেদন ফির বিনিময়ে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার জন্য আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে। এ ধাপে প্রায় ১৩ হাজার আবেদনকারীর মধ্যে যাচাই-বাছাই সাপেক্ষে ১২ হাজার ৫৮৩ জনকে লিখিত পরীক্ষার জন্য আবেদনের সুযোগ দেওয়া হয়। ২য় ধাপে লিখিত পরীক্ষার জন্য ১১ হাজার ৩৩০ জনকে নির্বাচন করেছে কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, আগামী ১৫ নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে বুটেক্সের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button