জাতীয়

আরব সাগরের ঘূর্ণিঝড়ের প্রভাব ঢাকার আকাশে

সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘলা, মেঘলা বললে ভুল হবে অনেকটা ধোঁয়াচ্ছন্ন। এর পর থেকেই আস্তে আস্তে মেঘে ঢাকা পড়তে থাকে ঢাকার আকাশ। মাঝেমাঝে হালকা রোদ উঠলেও নিমিষেই তা মিলিয়ে যাচ্ছে মেঘের মাঝে।

রোববার (৩ নভেম্বর) সকাল থেকেই রাজধানীর আকাশে এমন এই অবস্থার সৃষ্টি হয়েছে।

আরব সাগরে সৃষ্ট মহা ঘূর্ণিঝড়ের প্রভাবে এই অবস্থার তৈরি জানিয়ে এ বিষয়ে আবহাওয়াবিদ ওমর বলেন, ‘আরব সাগরে একটি মহা ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে। সেই ঘূর্ণিঝড়ের কারণে সৃষ্ট মেঘের বাইরের একটি অংশ বাংলাদেশে এসেছে। সেই কারণে এই ঘুমোট আবহাওয়ার সৃষ্টি হয়েছে।’

তবে এই অবস্থা সহসাই কাটছে না। শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় আবহাওয়া অধিদফতর বলেছিল, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ‘আজকে (৩ নভেম্বর) রাতে বা কালকে (সোমবার) এই লঘুচাপটি তৈরি হতে পারে। আরব সাগরের প্রভাব কাটতে না কাটতেই আবার আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়ে তা নিম্নচাপে রূপ নিতে পারে। তখন ওটার মেঘ আবার চলে আসতে পারে। তাই এই অবস্থা কয়েক দিন বিরাজ করতে পারে।’

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button