শিক্ষাঙ্গন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কমিটি বিলুপ্ত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

গত শুক্রবার (১ নভেম্বর) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় নির্বাহী ভারপ্রাপ্ত সভাপতি ও সম্পাদকের এক জরুরি সিদ্ধান্তে মেয়াদ উত্তীর্ণ ও সংগঠনের কার্যক্রম নিস্ক্রিয় থাকায় বাংলাদেশ ছাত্রলীগ যবিপ্রবি শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে। সেই সাথে নতুন কমিটি গঠনের নিমিত্তে আগামী ১০ নভেম্বর এর ভেতর পদ প্রত্যাশীদের কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সেলে ডাকযোগে অথবা সরাসরি জীবনবৃত্তান্ত জমা দেয়ার জন্য বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৬ মে তৎকালীন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এইস এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সুব্রত বিশ্বাসকে সভাপতি ও এস এম শামীম হাসানকে সাধারণ সম্পাদক করে এক বছর মেয়াদী যবিপ্রবি ছাত্রলীগের ৫৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

কমিটির মেয়াদ প্রায় ছয় বছর হতে গেলেও কমিটি পূর্ণাঙ্গ করা হয়নি। শাখা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক ক্যাম্পাসে প্রায় দুই বছর অনুপস্থিত থাকার ফলে সংগঠনটির কার্যক্রম নিস্ক্রিয় হয়ে পড়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button