রাজশাহী বিভাগশিক্ষাঙ্গন

রাজশাহী বোর্ডে পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫

এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় রাজশাহী বোর্ডে ৯০ দশমিক ৩৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। সংখ্যার দিক দিয়ে পাস করেছে এক লাখ ৮০ হাজার ৯০২ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৬ হাজার ১৬৭ জন।

গত বছর বোর্ডে পাসের হার ছিল ৯১ দশমিক ৬৪। সেই হিসাবে এবার পাসের হার কমেছে ১ দশমিক ২৭ শতাংশ। তবে গত বছরের চেয়ে বেড়েছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ২২ হাজার ৭৯৫ জন।

রোববার বেলা ১১টার দিকে পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। বরাবর সংবাদ সম্মেলন করে ফল প্রকাশ হলেও এবার ফল প্রকাশ হয়েছে অনলাইনে।

রাজশাহী শিক্ষাবোর্ডের ফলাফল বিবরণী বিশ্লেষণে দেখা গেছে, এব বছর বোর্ডে এসএসসি পরীক্ষার্থী ছিল ২ লাখ ১ হাজার ২২৯ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ১৮৫ জন। ৯০ দশমিক ৩৭ শতাংশ হারে এ বছর পাস করেছে এক লাখ ৮০ হাজার ৯০২ জন।

এ বছর ৯১ দশমিক ৪৫ শতাংশ ছাত্রী এবং ৮৯ দশমিক ৩৭ শতাংশ ছাত্র পাস করেছে। কেবল পাসের হারই নয় জিপিএ-৫ প্রাপ্তির দিক দিয়েও ছেলেদের পেছনে ফেলেছে মেয়েরা। এ বছর ১৩ হাজার ৬২১ জন ছাত্রী এবং ১২ হাজার ৫৪৬ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে।

এ বছর পরীক্ষায় অংশ নিয়েছিল এক লাখ ৮৩ হাজার ৯৬৪ জন নিয়মিত পরীক্ষার্থী। এর মধ্যে এক লাখ ৬৬ হাজার ৯১৭ জন পাস করেছে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৬ হাজার ৭৪ জন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button