শিক্ষাঙ্গন

রাবিতে ‘ওয়েসিস ফাউন্ডেশনের’ আত্মপ্রকাশ

‘শিক্ষায় সেবায় মানবতায়, সমাজ গড়বো দৃঢ়তায়’ স্লোগানকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্য্যালয়ে (রাবি) স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ওয়েসিস ফাউন্ডেশনের আত্মপ্রকাশ ঘটেছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবনের ১২১ নাম্বার রুমে আয়োজিত এক অনুষ্ঠানে এর উদ্বোধন ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. সাদেকুল আরেফিন মাতিন, হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক ড. রোকসানা বেগম। এছাড়া, সম্মানিত অতিথি ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. লায়লা আরজুমান বানু, রাবি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইমদাদুল হক সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ছাত্র-উপদেষ্টা জানান, শিক্ষক হিসেবে আমাদের সব দায়-দায়িত্ব শুধু সিলেবাস কিংবা ক্লাস কেন্দ্রীক নয়। তোমাদের বিশ্বমানব হিসেবে গড়তে পারলেই আমাদের স্বার্থকতা। তোমাদের সব সক্ষমতা, দক্ষতা দিয়েই মানবতার সেবায় এগিয়ে আসতে হবে।

শিক্ষার্থীদের বছরব্যাপী ওয়ার্কপ্লান নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে অধ্যাপক মাতিন জানান, আজকে যে ওয়েসিসের জন্ম হচ্ছে তা যেন যুগ যুগ ধরে বেঁচে থাকে। আপনারা বছরব্যাপী ওয়ার্কপ্লান নিয়ে কাজ করবেন। শুধু সংগঠন সৃষ্টি নয় এতে সকলের অংশগ্রহণ সবচেয়ে জরুরি। সামাজিক কাজ করতে মনের মধ্যে একটা প্রেরণা থাকা দরকার যেটি তোমাদের মধ্যে আছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button