বিনোদন

আনু মালিকের বিরুদ্ধে সুর চুরির অভিযোগ

আনু মালিককে নিয়ে সমালোচনার কমতি নেই। আবারও তার বিরুদ্ধে নতুন অভিযোগ। টোকিও অলিম্পিকে কেলেঙ্কারি কাণ্ডে নাম জড়াল এই গায়ক ও সঙ্গীত পরিচালক। অভিযোগ উঠেছে, ইসরাইলের জাতীয় সঙ্গীত চুরি করে বলিউড সিনেমার মিউজিক কম্পোজ করেছেন তিনি।
সদ্য টোকিও অলিম্পিকে আর্টিস্টিক জিমন্যাস্টিকে সোনা জিতেছেন ইসরাইলের আরতেম দোলপিয়াতে। আর তাকে মেডেল দেওয়ার সময় রীতি অনুযায়ী বেজে ওঠে সেই দেশের জাতীয় সঙ্গীত। সেটা শুনেই হতবাক দর্শকরা। কারণ, এই সুরের সঙ্গে যে হুবহু মিল রয়েছে বলিউডের একটি সিনেমার গানের। যার সুরকার আনু মালিক। ১৯৯৬ সালে মুক্তি পেয়েছিল ‘দিলজ্বলে’ সিনেমাটি। যেখানে ‘মেরা দেশ মেরা মুল্ক’ গানটি দুটি ভার্সনে তৈরি হয়। যে বলিউড গানের সুর হুবহু মিলে যাচ্ছে ইসরাইলের জাতীয় সঙ্গীতের সঙ্গে। গত দুই দশকে সেটা কারও নজরে না পড়লেও এবার টোকিও অলিম্পিকের মঞ্চেই সেটা প্রথম খেয়াল করেন নেটিজেনরা। আর তাতেই আনু মালিককে ট্রলের শিকার হয়েছেন সামাজিক মাধ্যমে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button