বিনোদন

ফ্যামিলি ক্রাইসিসের সেই ঝুমুর

আলতো পায়ে ছন্দ তুলে/ঝুমুর ঝুমুর মল বাজে…। খুরশিদ আলমের জনপ্রিয় এই গানের মতোই যেন ঝুমুর হয়ে দর্শক শ্রোতার মনে স্থান করে নিয়েছেন সারিকা সাবা। জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ক্রাইসিস’ নাটকের ঝুমুর চরিত্রে অভিনয় করে এরই মধ্যে সবার নজরে আসেন গুণী এই অভিনেত্রী। এখন যেখানেই যান সেখানেই সবাই তাকে ঝুমুর বলেই ডাকে। ঝুমুর চরিত্রটি সবার মনে ধরায় ভীষণ খুশি সাবা।

‘মেয়ে’ নাটকের মাধ্যমে প্রথম দর্শকের সামনে আসেন সারিকা সাবা। যদিও তার প্রথম কাজ ছিল মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ওয়েব সিরিজ ‘ফ্রেন্ডস’-এ। এরপর বেশ কয়েকটি টিভিসিতে কাজ করেন তিনি। ‘বাংলালিংক’, ‘রবি’, ‘হারপিক’, মেরিল, পন্ডস, ‘ফেয়ার অ্যান্ড লাভলি’র বিজ্ঞাপনে কাজ করার সুযোগ হয়। ‘ফেয়ার অ্যান্ড লাভলী’র বিজ্ঞাপনটি বানিয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী। এই নির্মাতার সঙ্গে প্রথম কাজের অভিজ্ঞতা ছিল অন্যরকম। সাবার কথায়, ‘এই বিজ্ঞাপনে ফারুকী ভাইয়ের সঙ্গে কাজ করতে গিয়ে আমার অন্যরকম অভিজ্ঞতা ছিল আমার। অনেকক্ষণ ধরে রিহার্সেল করার পর মাত্র দশ মিনিটের মধ্যেই কাজ শেষ হয়ে যায়। ফারুকী ভাই শুধু বললেন, ভালো করেছ তুমি। এই অভিজ্ঞতা আমাকে আত্মবিশ্বাস সাহস জোগায় অন্য কাজে।’

বর্তমান সময়ের ব্যস্ত এই অভিনেত্রীর বেড়ে ওঠা গ্রামের বাড়ি রংপুর ডি. এল. রায় রোডে। ওখানে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন তিনি ২০১৪ সালে। এরপর ঢাকায় এসে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হন তিনি। পড়াশোনার জন্য মাঝে কিছুদিন বিরতি নিয়েছিলেন অভিনয় থেকে। এখন গ্র্যাজুয়েশন প্রায় শেষ পর্যায়ে তাই অভিনয়কেই পেশা হিসেবে নিয়েছেন তিনি। এরই মাঝে অভিনয় করেছেন ২৫-৩০টি নাটকে। এর মধ্যে উল্লেখ করার মতো কয়েকটি নাটক- ‘মেয়ে’, ‘জাস্ট চিল’, ‘লাভলি ওয়াইফ’, ‘অন্য প্রেমের গল্প’। বর্তমানে কাজ চলছে আরও কিছু নাটকের। এই যেমন এখন রয়েছেন ‘মিশন বরিশাল’ নাটকের শুটিংয়ে। এই নাটকে তার সহশিল্পী হিসেবে রয়েছেন তৌসিফ মাহবুব, সাফা কবির, জিয়াউল হক পলাশ ও শামিম হাসান সরকার।

অনেক পরিচালকের সঙ্গে কাজ করলেও তার প্রিয় পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ও কাজল আরেফিন অমি। এই দু’জন পরিচালকের সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন এই অভিনেত্রী।

সাবার কথায়, ‘শিক্ষক হিসেবে আমি মোস্তফা কামাল রাজ ভাইকে মানি আমি। তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। একজন শিল্পীর ম্যানার্স, সময়ানুবর্তিতা নানান বিষয়ে তার পরামর্শ আমাকে ঋদ্ধ করেছে।’ ভবিষ্যতে সিনেমায় কাজ করারও আগ্রহ আছে তার। গল্প পছন্দ হলে সিনেমায়ও তাকে দেখতে পাবেন দর্শক। যদিও এর জন্য নিজেকে আরও পরিপকস্ফ করে নিতে চান তিনি। তার ভাষায়, ‘অভিনয়টাকে আমি অনেক বেশি ভালোবাসি। সেটা যে মাধ্যমেই হোক। আসলে সিনেমা অনেক বড় মাধ্যম। আর এই মাধ্যমে কাজ করার সময় এখনও হয়নি আমার। তবে ভবিষ্যতে করব।’

ফ্যামিলি ক্রাইসিস নাটকটি সারিকা সাবার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। সবাই এখন ঝুমুর নামেই যেন চেনে। এই নাটকে অভিনয় করতে গিয়ে নানান মজার ঘটনার মুখোমুখি হতে হয় তাকে। ‘এইতো সেদিন লঞ্চে বরিশাল যাওয়ার পথে সবাই আমাকে ঝুমুর বলে ডাকছে। ঝুমুর হওয়ার জন্য আমি পুরো ‘ফ্যামিলি ক্রাইসিস’ টিমের কাছে কৃতজ্ঞ। শবনম ফারিয়া আপু, রুনা আপুর সাপোর্ট আমি কখনও ভুলব না। আমরা নিজেরাই যেন একটি পরিবার হয়ে গিয়েছি। আসলে বাংলাদেশে এখন এত বেশি প্রেমের নাটক হচ্ছে, এর মাঝে পরিবার নিয়ে এই নাটকের গল্পটি খুব ভালোভাবে নিয়েছে দর্শক। এই নাটকের প্রতিটি চরিত্রই যেন আমাদের খুব চেনা খুব কাছের কারও।’

শুধু অভিনয় নয়, ভালো গানও করেন সারিকা সাবা। যদিও তা একান্তই নিজের জন্য। অভিনয়ই যেন তার প্রাণ। ভবিষ্যতে ঝুমুরের মতো আরও নতুন নতুন চরিত্রে কাজ করে দর্শকের হৃদয়ে ঠাঁই করে নিতে চান প্রিয় এই অভিনেত্রী।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button