বিনোদন

১৪ নভেম্বর শুরু হচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট

আবারও আয়োজিত হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার লোকসংগীতের সর্ববৃহৎ আসর ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট। আগের মতো জাঁকালো এই উৎসবের পঞ্চম আসরটিও বসবে রাজধানীর আর্মি স্টেডিয়ামে। তিন দিনব্যাপী এই আয়োজন ১৪ নভেম্বর শুরু হয়ে চলবে ১৬ নভেম্বর পর্যন্ত।

বুধবার (১১ সেপ্টেম্বর) লোকসংগীতের নতুন প্রতিভা অন্বেষণের প্রতিযোগিতা ‘ম্যাজিক বাউলিয়ানা ২০১৯’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব তথ্য জানান, ফোক ফেস্টের আয়োজক প্রতিষ্ঠান সান ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।

তিনি বলেন, ‘পঞ্চমবারের মতো আমরা ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্টের আয়োজন করতে যাচ্ছি। এ বছর উৎসব বসবে ১৪-১৬ নভেম্বর। প্রতিবারের মতো এবারও রাজধানীর আর্মি স্টেডিয়ামে ফোক ফেস্ট অনুষ্ঠিত হবে।’

২০১৫ সাল থেকে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতি বছর বাংলাদেশের পাশাপাশি বিশ্বের নানা দেশ থেকে লোকগানের জনপ্রিয় শিল্পীরা এই উৎসবে অংশ নেন। ২০১৮ সালে ১৫-১৭ নভেম্বর এই উৎসব অনুষ্ঠিত হয়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button