স্বাস্থ্য

ই-সিগারেটে স্বাস্থ্যহানি

তরুণদের অনেকেই আজকাল সিগারেটের বিকল্প হিসেবে কিংবা সিগারেট ছাড়তে হাতে তুলে নিয়েছে ই-সিগারেটের এই ডিজিটাল ভ্যাপিং ব্যবস্থা। ই-সিগারেট তামাকবিহীন হলেও এর রয়েছে মানবদেহের জন্য স্বাস্থ্যহানিকর নানা ক্ষতির দিক।

বিশেষজ্ঞরা বলেন, ই-সিগারেটের কার্সিনোজেনিক রাসায়নিক পদার্থ ক্যানসারে আক্রান্ত হওয়ার অন্যতম কারণ। ই-সিগারেটে রোগ-প্রতিরোধকারী কোষ অকার্যকর হয়ে ফুসফুসের রোগ ও শ্বাসযন্ত্রে ইনফেকশন হতে পারে।

সাধারণ সিগারেটের মতোই ই-সিগারেটেও থাকে ক্ষতিকারক নিকোটিন। তাই নেশা হতে পারে। শুধু তাই নয় গাঁজা ও কোকেনসহ এ জাতীয় মাদকের প্রতি আসক্তি বাড়াতে পারে এটি। তাই ই-সিগারেট থেকে সাবধান ও দূরে থাকা দরকার

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button