আন্তর্জাতিক

আজ কানাডায় ভোট

কানাডার ৪৩তম জাতীয় নির্বাচনের (ফেডারেল নির্বাচন) ভোটগ্রহণ হবে আজ সোমবার। দেশটির পার্লামেন্ট হাউজ অব কমন্সের ৩৩৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে ৬টি দল। নির্বাচনে অংশ নেয়া দলগুলো হলো- লিবারেল পার্টি, কনজারভেটিভ পার্টি, নিউ ডেমোক্রেটিক পার্টি (এনডিপি), ব্লক কুইবেক, গ্রিন এবং পিপলস পার্টি অব কানাডা।

শনিবার (১৯ অক্টোবর) নির্বাচনের প্রচারপর্ব শেষ হয়। নির্বাচনে বর্তমান ৪৭ বছর বয়সী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে ৪০ বছর বয়সী এ্যান্ড্রু শির হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। প্রচারের শেষ দিন এ্যান্ড্রু শির বর্তমান প্রধানমন্ত্রীর বাণিজ্য নীতি নিয়ে তুমুল সমালোচনা করেন। খবর সিবিসি।

বিশ্লেষকেরা বলছেন, জলবায়ু ও মাদকসহ বিভিন্ন ইস্যুতে বিতর্কিত পদক্ষেপের কারণে অভিবাসন নীতিতে উদার হিসেবে পরিচিত জাস্টিন ট্রুডোর জনপ্রিয়তা দেশে অনেকটাই কমেছে। অনেকেই মনে করছেন এবারের নির্বাচনে জাস্টিন ট্রুডোকে হারিয়ে কনজারভেটিভ দলের নেতা স্টিফেন হারপার ক্ষমতায় বসতে পারেন।

কানাডায় সরকার গঠন করতে হলে ৩৩৮ আসন বিশিষ্ট পার্লামেন্ট হাউজ অব কমন্সে একক সংখ্যাগরিষ্ঠতায় ১৭২ আসন প্রয়োজন।

দেশটির জনসংখ্যা প্রায় চার কোটি। আয়তনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডা ১০টি প্রদেশ রয়েছে।

শনিবার প্রকাশিত ন্যানোসের এক জনসম সমীক্ষায় বলা হয়েছে নির্বাচনে ট্রুডোর লিবারেল পার্টির প্রতি ৩২ শতাংশ, কনজারভেটিভ পার্টির প্রতি ৩০ দশমিক ৩ শতাংশ সমর্থন রয়েছে। অন্য দিকে, বামঘেঁষা নিউ ডেমোক্র্যাটসকে ১৮ দশমিক ৪ শতাংশ সমর্থন রয়েছে।

নির্বাচক বিশ্লেষকেরা বলছেন, অর্থনীতি, বাণিজ্য, অভিবাসন, জলবায়ু ইস্যু, গ্যাস পাইপলাইন সচল ও আদিবাসী ইস্যুতে যারাই বলিষ্ঠ ভূমিকা রাখবে আগামী পাঁচ বছরের জন্য ক্ষমতায় আসছেন তারাই। সোমবার (২১ অক্টোবর) নির্বাচনে কানাডার মানুষের অবস্থান জানা যাবে। এখন শুধু ফলাফলের অপেক্ষা।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button