আন্তর্জাতিক

আরও বড় হামলা করবে রাশিয়া, দাবি যুক্তরাষ্ট্রের

ইউক্রেনের ওপর রাশিয়ার হামলা প্রাথমিক পর্যায়ে রয়েছে। প্রেসিডেন্ট পুতিন দেশটিতে আরও বড় হামলা করতে যাচ্ছেন।

এই কর্মকর্তা বলেন, কয়েক পর্বে রাশিয়া হামলা করবে। হামলার সংখ্যা কেমন হবে এবং কত দিন ধরে চলবে আমরা তা জানি না। তবে আমরা ব্যাপক হামলার প্রাথমিক স্তর লক্ষ্য করছি। রাশিয়া কিয়েভ দখল করতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

মার্কিন প্রতিরক্ষা বাহিনীর এই কর্মকর্তা আরও বলেন, বুধবার রাত ৯টা ৩০ মিনিটে ক্ষেপণাস্ত্র হামলা দিয়ে আক্রমণ শুরু করা হয়। রাশিয়া ইউক্রেনে তিন অঞ্চল দিয়ে এই হামলা করে। এরমধ্যে একটি করা হয়েছে দক্ষিণ থেকে উত্তরে অর্থাৎ ক্রিমিয়া থেকে খেরসনে। এছাড়া আরেকটি আক্রমণ করা হয়েছে উত্তর অঞ্চল থেকে মধ্য ও দক্ষিণ ইউক্রেনে তথা বেলারুশ থেকে কিয়েভে এবং তৃতীয় আক্রমণ করা হয়েছে উত্তরপশ্চিম এবং উত্তরপূর্ব ইউক্রেনে।

ইউক্রেনের বর্তমান সরকারকে হঠিয়ে রাশিয়া তাদের ইচ্ছা মতো চলবে এমন সরকারকে ক্ষমতায় বসাতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button