আন্তর্জাতিক

ইতালিতে কঠোর লকডাউন ঘোষণা

নতুন করে ইতালিতে আবারও করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় তিনদিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে শনিবার (৩ এপ্রিল) এ খবর জানানো হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইস্টার সানডেকে ঘিরে জনসমাগম ঠেকাতে তিনদিনের এই কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। এসময় অপ্রয়োজনে বাইরে ঘোরাঘুরি নিষিদ্ধ করা হয়েছে। তবে বাড়িতে পরিবারের সঙ্গে এ ধর্মীয় অনুষ্ঠান উদযাপনে কোনো বাধা নেই।

দেশটির সব অঞ্চলকে ‘রেড জোন’ ঘোষণা করা হয়েছে। করোনাভাইরাসের তৃতীয় ঢেউয়ের সঙ্গে লড়াই করা দেশটিতে দিনে প্রায় ২০ হাজার করে নতুন রোগী শনাক্ত হচ্ছে।

গীর্জাগুলি উন্মুক্ত থাকলেও উপাসকদের তাদের নিজস্ব অঞ্চলের পরিষেবাগুলিতে উপস্থিত থাকতে বলা হয়েছে।

গত বছরের ন্যায় এবারও পোপ ফ্রান্সিস জনশূন্য সেন্ট পিটার্স স্কয়ারে ‘ইস্টার’-এর বক্তৃতা করবেন।

ছুটির পরেও দেশটির বিভিন্ন অঞ্চলে এই মাসের শেষ অবধি কমলা অঞ্চল বা রেড জোন এলাকায় কিছু বিধিনিষেধে থাকবে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুয়ায়ী, ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ইতালির অবস্থান সপ্তম। ইতালিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৩৬ লাখ ২৯ হাজার জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ১০ হাজার ৩২৮ জন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button