আন্তর্জাতিক

একমাস পর উহানে আবার প্রথম নতুন সংক্রমণ

চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে গত এক মাসের মধ্যে প্রথম কোনো রোগী আক্রান্ত হয়েছেন।

বিবিসি জানিয়েছে, করোনাভাইরাস মহামারির শুরু যে উহান নগরী থেকে, এক মাসেরও বেশি সময় পর সেখানে ৮৯ বছর বয়সী একজন ব্যক্তির মধ্যে এই প্রথম নতুন সংক্রমণ ধরা পড়ে।

নতুন সংক্রমিত ব্যক্তির অবস্থা সংকটজনক হওয়ায় যে আবাসিক এলাকায় তিনি থাকতেন, সেখানে সবাইকে কড়া বিধিনিষেধের মধ্যে রাখা হয়েছে।

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরের একটি বাজার থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। এর পরই চীনের কয়েকটি প্রদেশে দ্রুত ছড়ায় এ ভাইরাসটি। পরবর্তীতে এ প্রাণঘাতী ভাইরাসটি মহামারী আকারে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে।

গত একমাাসেরও বেশি সময় ধরে সেখানে কোনো মানুষ নতুন করে শনাক্ত হয়নি বলে এতদিন চীন দাবি করেছিল।

এরমধ্যে উত্তরপূর্ব চীনে করোনাভাইরাসের নতুন প্রবাহ শুরু হয়েছে। বিশেষ করে জিলিন প্রদেশের একটি শহরকে অতি ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করা হয়েছে।

শনিবার শহরটিতে নতুন করে ১১ করোনা রোগী শনাক্ত হয়েছেন। এমন পরিস্থিতিতে সেখানে ভাইরাস নিয়ন্ত্রণে পদক্ষেপ বাড়ানো হয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, গত ২৮ এপ্রিলের পর দেশটিতে এটিই সর্বাধিক আক্রান্ত।

গত রোববার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, নতুন আক্রান্তের কারণে চীনের মূল ভূখণ্ডে করোনা রোগীর সংখ্যা বেড়ে ৯ থেকে ১৪ জন হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button