আন্তর্জাতিক

কানাডায় এক বাড়িতে চারজনকে গুলি করে হত্যা

কানাডার ভ্যানকুভারে একটি বাড়ি থেকে চারজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। এটিকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ ধরে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। খবর রয়টার্সের।

নিহতদের নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। তবে পুলিশের বিশ্বাস, তারা সবাই পূর্বপরিচিত ছিলেন।

তদন্তকারীরা জানিয়েছেন, প্রাথমিক তথ্য-প্রমাণ বলছে, এটি ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’। তবে এর সঙ্গে আঞ্চলিক গ্যাং সহিংসতার যোগসূত্র রয়েছে বলে মনে করে না পুলিশ। কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশকে মঙ্গলবার রাতে (২৫ জানুয়ারি) ঘটনাস্থলে ডাকা হলেও ভুক্তভোগীদের সম্ভবত সোমবার রাতেই হত্যা করা হয়েছে।

তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে জানিয়ে পুলিশের তদন্ত দলের সদস্য ডেভিড লি বলেছেন, এমন মর্মান্তিক ঘটনায় স্থানীয় সম্প্রদায় চমকিত। কানাডায় আগ্নেয়াস্ত্র সম্পর্কিত হত্যাকাণ্ড বেড়েই চলেছে। সরকারি হিসাবে, ২০২০ সালে দেশটিতে এ ধরনের ২৭৭টি ঘটনা ঘটেছে। ২০১৩ সাল থেকে কানাডার বড় শহরগুলোতে গ্যাং সহিংসতা প্রায় দ্বিগুণ হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button