আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে গ্রেনেড বিস্ফোরণে আহত ১৪

ভারতের জম্মু-কাশ্মীরের অনন্তনাগ শহরে ডেপুটি কমিশনারের (ডিসি) অফিসের সামনে ভয়াবহ গ্রেনেড বিস্ফোরণে অন্তত ১৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ট্রাফিক পুলিশ, গণমাধ্যমের কর্মীরাও রয়েছে।

গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ এবং ৩৫এ ধারায় জম্মু-কাশ্মীরকে প্রদান করা বিশেষ আইনি অধিকার ও মর্যাদা খারিজের পর এই প্রথম উপত্যকায় গ্রেনেড বিস্ফোরণের ঘটনা ঘটল।

জানা গেছে, শনিবার সকালের দিকে শ্রীনগর থেকে ৫৫ কিলোমিটার দূরে অনন্তনাগ শহরের ডিসি অফিসের বাইরে কড়া টহলরত নিরাপত্তাবাহিনীর ওপর গ্রেনেড ছুড়ে মারা হয়। যদিও সেই গ্রেনেড লক্ষ্যভ্রষ্ট হয়ে রাস্তার ওপরেই ফেটে যায়। গ্রেনেডের স্প্রিন্টারের আঘাতে ট্রাফিক পুলিশ ও স্থানীয় গণমাধ্যমের কর্মীসহ ১৪ জন আহত হয়েছেন।

আহতদের সকলকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে ১৩ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। একজন এখনও হাসপাতালে ভর্তি, তার অবস্থা সঙ্কটজনক বলে জানা গেছে।

গ্রেনেড বিস্ফোরণের কারণে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। ঘটনার পরই নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে এবং জঙ্গিদের সন্ধানে জোর অভিযান শুরু হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button