আন্তর্জাতিক

তৈরি হয়েছিল মাত্র ৬ মাসের জন্য, সেই মঙ্গলযান পূর্ণ করল ৫ বছরের যাত্রা

কাজ করবে মাত্র ৬ মাস, এই ভেবেই মঙ্গলযান তৈরি করেছিলেন ইসরোর বিজ্ঞানীরা। কিন্তু দেশের প্রথম অন্য গ্রহে যাওয়া মহাকাশযান সম্পূর্ণ করল দীর্ঘ পাঁচ বছর। এই পাঁচ বছর ধরে ক্রমাগত মঙ্গলগ্রহের ছবি পাঠিয়ে চলেছে সে।

মার্স অরবিটার মিশন বা মম, এর জন্য খরচ পড়েছিল মাত্র ৪৫০ কোটি টাকা। যাতে কিনা গ্র্যাভিটির মতো হলিউড ছবি থেকেও কম খরচ পড়েছে। শুরুতে মঙ্গলযানের মিশন লাইফ মাত্র ছয় মাসের জন্য নির্ধারিত হলেও পাঁচ বছর মঙ্গলের চারপাশে প্রদক্ষিণ করে ফেলল মম। আরও অন্তত এক বছর মঙ্গলযান কর্মক্ষম থাকবে বলে জানিয়েছেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চেয়ারম্যান কে শিবন।

মঙ্গলযান ২ নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন তিনি। তবে এখনই এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও স্পষ্ট করেছেন শিবন। মঙ্গল গ্রহ ছাড়াও মঙ্গলের দুই উপগ্রহ ফোবস ও ডেইমোসের ছবিও পাঠিয়েছে মম।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button