আন্তর্জাতিক

নতুন করে উচ্চতা মাপতে এভারেস্টে চীনা দল

পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এভারেস্টের উচ্চতা নতুন করে মাপবে চীন। এ লক্ষ্যে দেশটির জরিপ বিভাগের একটি দল এরই মধ্যে পৌঁছেছে এভারেস্টে।
এ বছরের প্রথম ও একমাত্র দল হিসেবে এভারেস্ট পৌঁছলো চীনা জরিপকারী দলটি। কারণ করোনায় এভারেস্টে যাওয়ার পথ বন্ধ রেখেছে নেপাল ও চীন। মেডিকেল ক্যাম্প থেকে এক সপ্তাহের চেষ্টায় এভারেস্টে পৌঁছে দলটি। উচ্চতা জরিপের পাশাপাশি প্রাকৃতিক সম্পদ ও জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য প্রভাব সম্পর্কে ধারণা পেতেই চীনা দলটির এভারেস্টে যাওয়া।
মার্চের প্রথম সপ্তাহ থেকে দেশটির জাতীয় প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের ৫৩ সদস্যের বিশেষজ্ঞ একটি দল এভারেস্ট নিয়ে বৈজ্ঞানিক গবেষণা চালিয়ে আসছে। আর এই উচ্চতা জরিপে বেইদো স্যাটেলাইট ব্যবহার করবে চীন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button