আন্তর্জাতিক

ফিলিস্তিনে ইসরায়েলের বিমান হামলা, হতাহত ৩

ফিলিস্তিনে অবৈধ দখলদার ইসরায়েলের সেনাবাহিনী বিমান হামলা চালিয়েছে। আজ শনিবার অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলিরা এই হামলা চালায়। এতে ফিলিস্তিনের এক যুবক নিহত হয়েছেন। হামাস পরিচালিত গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানায়।

এর আগে ফিলিস্তিনির যোদ্ধারা ইসরায়েলে রকেট হামলা চালিয়েছেন। এই হামলার প্রতিক্রিয়া দেখাতেই ইসরায়েলিরা গাজা উপত্যকায় হামলা চালায়। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, গত শুক্রবার সন্ধ্যায় গাজা থেকে ইসরাইলে ১০টি রকেট নিক্ষেপ করা হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, শনিবার ভোর রাতের দিকে ইসরায়েলিরা বিমান হামলা চালিয়েছে। এতে আহমেদ আল-শেহরি (২৭) নামের এক যুবক মারা গেছেন। হামলায় আরো দু’জন আহত হয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনীদের পক্ষ থেকে বলা হয়েছে, এই হামলার লক্ষ্য ছিল হামাসের দখলে থাকা অঞ্চলগুলো। হামাসের নৌবাহিনীর ক্যাম্প, সেনাবহিনীর ক্যাম্প এবং অস্ত্র উত্পাদন করে এমন জায়গাগুলোতে আক্রমণ করা হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button