আন্তর্জাতিক

আইএসের নতুন প্রধানকেও চেনেন ট্রাম্প

মার্কিন অভিযানের মুখে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) নেতা আবু বকর আল-বাগদাদির মৃত্যুর খবর নিশ্চিত করেছে সংগঠনটি। অডিওতে ধারণকৃত এক শোকবার্তায় আইএসের পক্ষ থেকে তার মৃত্যু নিশ্চিত করার পাশাপাশি নতুন নেতা হিসেবে আবু ইব্রাহিম আল-হাশেমি আল-কুরাইশির নাম ঘোষণা করা হয়েছে। ঘোষণার পরই আবারও ক্ষেপেছেন ট্রাম্প।

বাংলাদেশ সময় শুক্রবার এক টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসলামিক স্টেটের নতুন নেতাকে আমরা ভালোভাবেই চিনি। তিনি বলেন, নতুন একজন নেতা নির্বাচিত করেছে আইএস। তাদের এই নেতা আসলে কে তা আমরা ভালো করেই জানি।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত রবিবার সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে আইএস নেতা বাগদাদির মৃত্যু ঘোষণা করেন। এরপরই নতুন নেতার নাম ঘোষণা করে আইএস। তাদের নতুন নেতার নাম এর আগে জানা যায়নি। এ কারণে বিশেষজ্ঞরা ধারণা করছেন নতুন নেতা হয়ত পুরনো কোনো আইএসের নেতা, যাকে নতুন নামে পরিচিত করিয়েছে সংগঠনটি।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button