আন্তর্জাতিক

বিশ্বে করোনা আক্রান্ত ২৭ কোটি ছুঁই ছুঁই

বিশ্বে মহামারি করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্ত কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আরও ৫ হাজার ৪২৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন ৫ লাখ ২ হাজার ৩৮৯ জন নতুন রোগী। এ নিয়ে রোগী শনাক্ত ২৭ কোটি ছুঁই ছুঁই করছে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৪ লাখ ৩৯ হাজার ৯০৫ জন।

এর আগের ২৪ ঘণ্টায় ৭ হাজার ৬০২ জনের মৃত্যু হয়েছে। ওই সময়ে শনাক্ত হয়েছেন ৬ লাখ ৮ হাজার ২৫৪ জন নতুন রোগী।

রোববার (১২ ডিসেম্বর) সকালে বৈশ্বিক করোনাভাইরাসের আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ তথ্য দেওয়া আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে সব তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৬ কোটি ৯৯ লাখ ৮৫ হাজার ৬২৬ জন। তাদের মধ্যে মারা গেছেন ৫৩ লাখ ১৭ হাজার ৬২২ জন। এছাড়া সেরে উঠেছেন ২৪ কোটি ২৭ লাখ ১৮ হাজার ২৮১ জন।

২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাশিয়ায়। এসময়ে দেশটিতে মারা গেছেন ১ হাজার ১৭১ জন। শনাক্ত হয়েছেন ৩০ হাজার ২৮৮ জন। এ নিয়ে দেশটিতে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ লাখ ৮৬ হাজার ৯৬৭ জনে। তাদের মধ্যে মারা গেছেন ২ লাখ ৮৮ হাজার ৩৫১ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৮ কোটি ৭০ লাখ ৯ হাজার ৯৬৪ জন।

করোনায় এ পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ও শনাক্তের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৮ লাখ ১৭ হাজার ৭৮৯ জনের। করোনা রোগী শনাক্ত হয়েছেন ৫ কোটি ৭ লাখ ৬২ হাজার ৬৭১ জনে। করোনা থেকে সেরে উঠেছেন ৩ কোটি ৯৯ লাখ ৮৬ হাজার ৪৮৩ জন।

আকান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩ কোটি ৪৬ লাখ ৮৪ হাজার ৩৯৬ জন। করোনায় মৃত্যু হয়েছে ৪ লাখ ৭৫ হাজার ১২৮ জনের। আর করোনা থেকে সেরে উঠেছেন ৩ কোটি ৪১ লাখ ১৪ হাজার ৩৩১ জন।

আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২১ লাখ ৮৮ হাজার ১৭৯ জন। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ১৬ হাজার ৮৫৯ জনে। আর সুস্থ হয়েছেন ২ কোটি ১৪ লাখ ১৪ ৩১৮ জন।

তালিকায় বাংলাদেশের অবস্থান ৩১ নম্বরে। দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৭৮ হাজার ৯৯৬ জন। তাদের মধ্যে মারা গেছেন ২৮ হাজার ২২ জন। দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হওয়ার পর সেরে উঠেছেন ১৫ লাখ ৪৩ হাজার ৮৬২ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button