আন্তর্জাতিক

বিশ্বে মৃত্যু ৪৩ লাখ ১২ হাজার

মহামারি করোনাভাইরাসে সারাবিশ্বে এ পর্যন্ত ৪৩ লাখ ১২ হাজার মানুষের মৃত্যু হয়েছে। একই সঙ্গে শনাক্তের সংখ্যা ২০ কোটি ৩৮ লাখের বেশি।

বুধবার সকাল ৮টায় জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত ২০ কোটি ৩৮ লাখ ৮১ হাজার ৫১৬ জনকে শনাক্ত করা হয়েছে এবং মারা গেছেন ৪৩ লাখ ১২ হাজার ৩৫১ জন।

এতে আরও বলা হয়েছে, করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে শনাক্ত হয়েছেন তিন কোটি ৫৬ লাখ ৪৫ হাজার ৪০ জন এবং মারা গেছেন ছয় লাখ ১৮ হাজার ৮৬ জন।

আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ভারতে শনাক্ত হয়েছেন তিন কোটি ১৯ লাখ ৯৮ হাজার ১৫৮ জন। মৃত্যুর দিক থেকে তৃতীয় স্থানে থাকা ভারতে এ পর্যন্ত মারা গেছেন চার লাখ ২৮ হাজার ৬৮২ জন।

মৃত্যুর দিক থেকে দ্বিতীয় ও সংক্রমণের দিক থেকে তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে আক্রান্ত হয়েছেন দুই কোটি দুই লাখ ১২ হাজার ৬৪২ জন এবং মারা গেছেন পাঁচ লাখ ৬৪ হাজার ৭৭৩ জন।

এ ছাড়াও, জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বে করোনার টিকা দেয়া হয়েছে ৪৪৭ কোটি ৪৯ লাখ ৫২ হাজার ৮৮৪ ডোজ।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button