আন্তর্জাতিক

মোবাইলে কথা বলতে বলতে সাপের ওপর বসে পড়েন নারী

স্বামী বিদেশে থাকেন। মোবাইলে অন্যমনস্ক হয়ে তার সঙ্গে কথা বলছিলেন এক ভারতীয় নারী। কথা বলতে বলতে একজোড়া সাপের ওপর বসে পড়েন তিনি। সেই সাপের কাপড়ে তার মৃত্যু হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এমন তথ্য জানা গেছে। বুধবার দেশটির উত্তর প্রদেশের গোরখপুরের রিয়াও গ্রামে এ ঘটনা ঘটেছে।

গীতা নামের ওই নারী থাইল্যান্ডে প্রবাসী স্বামী জয় সিং যাদবের সঙ্গে মোবাইলে কথা বলছিলেন।

তখন একজোড়া সাপ ঘরে ঢুকে বিছানায় আশ্রয় নেয়। বিছানায় একটি ছাপা চাদর বিছানো ছিল।

কথা বলতে বলতে গীতা ঘরে ঢুকে সাপ দুটিকে খেয়াল না করে বিছানায় বসে পড়েন। সঙ্গে সঙ্গেই সাপগুলো তাকে কামড় দেয়। কয়েক মিনিটের মধ্যেই তিনি জ্ঞান হারান।

পরিবারের অন্যান্য সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরা হাসপাতাল থেকে ফিরে তার ঘরে গিয়ে বিছানায় সাপ দুটোকে দেখতে পান। তখন ক্ষুব্ধ প্রতিবেশীরা পিটিয়ে সাপ দুটোকে মেরে ফেলে।

গীতা যখন ওই সাপ দুটোর ওপর বসে পড়েছিলেন তখন প্রাণী দুটো সঙ্গমরত ছিল বলে ধারণা পশু বিশেষজ্ঞদের।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button