আন্তর্জাতিক

সৌদি মন্ত্রিসভায় রদবদল

সৌদি বাদশা রাজকীয় ফরমান জারির মাধ্যমে সৌদি রাজকীয় মন্ত্রিপরিষদে রদবদল করেছেন। প্রবাসী বিষয়ক মন্ত্রী ড. ইব্রাহিম বিন আবদুল আজিজ আল-আসফের স্থলে প্রিন্স ফয়সাল বিন ফারহানকে প্রবাসী মন্ত্রীর পদে নিযুক্ত করা হয়েছে।  ইব্রাহিম বিন আবদুলাজিজ আল-আসফ প্রতিমন্ত্রী এবং মন্ত্রিপরিষদের সদস্য।

পরিবহন মন্ত্রী ডাঃ নাবিল বিন মোহাম্মদ আল-আমোদির স্থলে ইঞ্জিনিয়ার সালেহ বিন নাসের বিন আলী আল-জাসারকে পরিবহন মন্ত্রী নিযুক্ত করা হয়েছে।

ডঃ আবদুল্লাহ বিন শরাফ বিন জামান আল-গামদি সৌদি জাতীয় তথ্য ও কৃত্রিম গোয়েন্দা কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে মন্ত্রীর পদে নিযুক্ত হয়েছেন।সালেহ বিন মোহাম্মদ বিন ইব্রাহিম আল-ওথাইমকে সৌদি জাতীয় তথ্য ও কৃত্রিম গোয়েন্দা কর্তৃপক্ষের ভাইস চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে।

ডাঃ এসাম বিন আবদুল্লাহ বিন খালাফ আল-ওয়াকিত জাতীয় তথ্য কেন্দ্রের পরিচালক নিযুক্ত হয়েছেন।

ডঃ তারিক বিন আবদুল্লাহ ইবনে আব্দুলাজিজ আল শেহেদীকে জাতীয় জাতীয় তথ্য ম্যানেজমেন্ট অফিসের প্রধান পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button