আন্তর্জাতিক

২৪৫০ পাকবন্দিকে মুক্তি দিয়েছে সৌদি ও আমিরাত

চলতি বছর মধ্যপ্রাচ্যের সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত কমপক্ষে দুই হাজার ৪৫০ জন পাকিস্তানের নাগরিকদের মুক্তি দিয়েছে।

মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম আরব নিউজ এক প্রতিবেদনে বলা হয়েছে, গত এক বছর ধরে পাকবন্দিদের মুক্তির বিষয়ে সৌদি ও আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নসহ এ বিষয়ে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল ইমরান খান সরকার।

সৌদি আরব ১ হাজার ২৪৫ জন এবং সংযুক্ত আরব আমিরাত এক হাজার ২০০ জন পাকবন্দিকে মুক্তি দিয়েছে।

বার্তা সংস্থা এপিপিকে পাকিস্তানের মানবসম্পদ উন্নয়নবিষয়ক মন্ত্রণালয়ের (অপহেড) এক কর্মকর্তা ইমরান খানের শাসনামলে বিপুল সংখ্যক পাকবন্দিকে মুক্তি দেয়ার ঘটনাকে নজিরবিহীন বলে উল্লেখ করেছেন।

ওই কর্মকর্তা বলেন, যখন তেহরিক ই ইনসাফ (পিটিআই) সরকার ক্ষমতায় আসে, তখন সৌদি আরবের কারাগারে ৩ হাজার ৩০০ এবং আরব আমিরাতের কারাগারে ২ হাজার ৫২১ পাকিস্তানি বন্দি ছিল।

এর আগে চলতি বছরের শুরুতে ইসলামাবাদে এক সফরে সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান প্রায় দুই হাজার একশত পাকিস্তানের বন্দিকে মুক্তি দেয়ার ঘোষণা দিয়েছিলেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর বিভিন্ন সংবাদ অনুযায়ী, সৌদি ও সংযুক্ত আরব আমিরাত ছাড়াও ওমান থেকে ৫৫, কুয়েত থেকে ১৮, বাহরাইন থেকে ১৭, কাতার থেকে ১৪ এবং ইরাক থেকে ১০ জন পাকিস্তানি বন্দিকে মুক্তি দেয়া হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button