বিজ্ঞান ও প্রযুক্তি

কম দামে নতুন স্কুটার, বাঁচবে তেলের খরচ

সময় বাঁচাতে মোটরসাইকেলের জুড়ি নেই। চাহিদার কথা চিন্তায় রেখে প্রতিদিন বাজারে আসছে নিত্য নতুন সব মোটরসাইকেল।

এবার গ্রাহকদের নজর কাড়তে হোন্ডা নিয়ে এলো নিউ অ্যাক্টিভা ১২৫। তিন রকমের অ্যাক্টিভা পাওয়া যাবে ভারতে – স্ট্যান্ডার্ড, অ্যালয় এবং ডেলাক্স। স্ট্যান্ডার্ডের দাম ৬৭,৪৯০ টাকা এবং অ্যালয় ও ডেলাক্সের দাম ৭০,৯৯০ ও ৭৪,৪৯০ টাকা।

নিউ অ্যাক্টিভা এর ১২৪ সিসি Bs6 ইঞ্জিনে থাকছে ৬৫০০rpm এ ৮.১ হর্স পাওয়ারের ক্ষমতা। যার জন্য তেল বাঁচাবে।

আগের স্কুটারের চেয়ে এটির ২৬ শতাংশ উন্নত করা হয়েছে। নয়েজলেস স্টার্টার সিস্টেম, ডিজি- অ্যানালগ থাকছে নিউ অ্যাক্টিভা ১২৫-এ। সাইড স্ট্যান্ড নামানো থাকলে ইন্ডিকেটার দেবে এই স্কুটার। সামনে থাকবে গ্লোভ বক্স এবং এক্সটারনাল ফুয়েল ফিলার ক্যাপ।

চারটি রঙে পাওয়া যাবে নতুন হোন্ডা অ্যাক্টিভা ১২৫। সামনের লাইট, পিছনের লাইট, বডিতে রি-ডিজাইন করা হয়েছে। তিন বছরের জন্য পাওয়া যাবে ওয়ারেন্টি।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button