বিজ্ঞান ও প্রযুক্তি

বদলে যাচ্ছে ফেসবুকের লোগো

ফেসবুক মানে এখন আর শুধু ফেসবুকের অ্যাপ নয়। ফেসবুকের অধীনে এখন হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, অকুলাস, পোর্টাল, ক্যালিব্রার মতো নানা প্রতিষ্ঠান। এক লোগো দিয়ে সব প্রতিষ্ঠানকে ঠিকমতো তুলে ধরা সম্ভব হচ্ছিল না। তাই ফেসবুকের লোগো বদলে গেল।

গতকাল সোমবার ফেসবুক তাদের নিউজরুমে প্যারেন্ট কোম্পানি হিসেবে নতুন লোগো উন্মোচন করেছে। ফেসবুকের এ লোগোতে শুধু ফেসবুক কথাটি জেনেরিক ফন্টে তুলে ধরা হয়েছে। এটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে ক্রেডিট কার্ডেও ঠিকমতো বসানো যাবে। লোগোটি নিয়ে তৈরি একটি জিআইএফে কয়েকটি রং ব্যবহার করা হয়েছে, যাতে নীল রং দিয়ে ফেসবুক, সবুজ রং দিয়ে হোয়াটসঅ্যাপ ও গোলাপি রঙে ইনস্টাগ্রামকে বোঝায়।

ফেসবুকের নতুন এ লোগোটি ফেসবুকের বিভিন্ন পণ্য ও সেবার পাশাপাশি বিপণন উপকরণে দেখা যাবে।

ফেসবুকের পক্ষ থেকে তাদের ব্লগ পোস্টে বলা হয়েছে, একটি অ্যাপ হিসেবে যাত্রা শুরু হয়েছিল তাদের। ১৫ বছর পরে ফেসবুকের পণ্য ও সেবার সংখ্যা বেড়েছে। এখানে বিভিন্ন ব্যবসা সৃষ্টি হয়েছে। ফেসবুকের পণ্য সম্পর্কে পরিষ্কার ধারণা দিতে ব্র্যান্ড লোগোটি পরিবর্তন করছে তারা।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button