বিজ্ঞান ও প্রযুক্তি

হুলুস্থুল কাণ্ড! পাবজিকেও ছাড়িয়ে গেল নতুন এই মোবাইল গেম

মোবাইল গেমের জগতে নতুন রেকর্ড গড়েছে ‘কল অব ডিউটি’। এ যেন হুলুস্থুল কাণ্ড! প্রথম সপ্তাহের ডাউনলোডের হিসাবে দেখা গেছে, জনপ্রিয় মোবাইল গেম ‘পাবজি’কেও এটি টপকে গেছে।
বাজারে আসার প্রথম সপ্তাহেই ‘কল অব ডিউটি’ বাজিমাত করে দেয়। ডাউনলোডের সীমা ছাড়ায় ১০ কোটিরও বেশি। যেখানে ‘পাবজি’ প্রথম সপ্তাহে ডাউনলোড করা হয়েছিল প্রায় ২ কোটি ৬৩ লাখ বার।

অক্টোবরের ১ তারিখ মুক্তি পায় ‘কল অব ডিউটি। পরে গুগল প্লে স্টোর এবং আই স্টোর থেকে ডাউনলোডের সংখ্যা দেখে চমকে যান গেম বিশেষজ্ঞরাও। সমীক্ষা কোম্পানি ‘মোবাইল ইনসাইট’ এর প্রধান র‌্যান্ডি নেলসন বলেন, এই মোবাইল গেম একটি নতুন ইতিহাস সৃষ্টি করেছে।

এদিকে চীনের ইন্টারনেট জায়ান্ট টেন্সেন্ট হোল্ডিং লিমিটেডের তৈরি এই গেমের আকর্ষণ হল এটি ফার্স্ট পারসন শুটার গেম। এছাড়া পাবজির তুলনায় অনলাইনে এই গেম ভালোভাবে খেলা যায় বলেও দাবি করেছেন তারা।

আগামী দিনে এই কোম্পানি ‘কল অব ডিউটি’ এবং ‘ক্যান্ডি ক্রাশ’, ‘ওয়ার ক্রাফট’, ‘ডায়বলো’, ‘ওভারওয়াচ’ গেমগুলির ফ্র্যাঞ্চাইজি নিয়ে আসবে বলেও জানিয়েছেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button