বিজ্ঞান ও প্রযুক্তি

‘হুয়াওয়ে’র ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে মাইক্রোসফটের আহ্বান

মাইক্রোসফট প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ ‘হুয়াওয়ে’র ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আহ্বান করেছেন।

তিনি বলেন, হুয়াওয়ে ডিভাইস সমূহে উইন্ডোজ সফটওয়্যার সরবরাহ করতে মাইক্রোসফটও আবেদন করছে এবং যুক্তরাষ্ট্রের সাথেও কাজ করে যাচ্ছে। কম্পিউটার নির্মাতা চীনা প্রতিষ্ঠানটিকে উইন্ডোজ সফটওয়্যার সরবরাহ করতে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। তাই ‘হুয়াওয়ে’র ওপর নিষেধাজ্ঞার সিদ্ধান্তটি হবে ভুল এবং বৈশ্বিক গণতন্ত্রেও অনেক পিছিয়ে পড়বে যুক্তরাষ্ট্র।

এ দিকে ফাইভ জি প্রযুক্তির পণ্য সরবরাহের ব্যাপারে অনেক প্রশ্ন উঠেছে। এ বিষয়ে মার্কিন বাণিজ্য মন্ত্রী উইলবার রস জানিয়েছেন, মন্ত্রণালয় থেকে নিষেধাজ্ঞা বাতিল সংক্রান্ত একটি লাইসেন্স ইস্যু করা হতে পারে এবং এতে যুক্তরাষ্ট্রের নিরাপত্তায় কোনো সমস্যা হবে না।

জানা যায়, ‘একশ’র বেশি প্রতিষ্ঠানের কাছ থেকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন এসেছে। তবুও ডোনাল্ড ট্রাম্প ফাইভ জি পণ্য সরবরাহে দেওয়া নিষেধাজ্ঞার কোনো পরিবর্তন করবে না।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button