ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন চায় যুক্তরাষ্ট্র

ডিজিটাল নিরাপত্তা আইনের সংশোধন চায় যুক্তরাষ্ট্র। গতকাল রবিবার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুকে প্রকাশিত এক বার্তায় এ কথা বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস গত বৃহস্পতিবার সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক করেন।
যুক্তরাষ্ট্র দূতাবাস গতকাল জানায়, ‘রাষ্ট্রদূত হাস পারস্পরিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র বিশেষত, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার গুরুত্ব বিষয়ে আলোচনার জন্য আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে সাক্ষাৎ করে আনন্দিত।
সাইবার অপরাধ রোধে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করা হলেও কিছু ক্ষেত্রে এ আইনের অপব্যবহার ঘটেছে বলে স্বীকার করেন আইনমন্ত্রী। তাঁরা ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কারের গুরুত্ব বিষয়ে আলোচনা করেন, যাতে এর আওতায় বাকস্বাধীনতা বা সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব না করেই সাইবার অপরাধ প্রতিরোধ করা সম্ভব হয়। ’