লিড নিউজ

ইউক্রেন থেকে নাগরিকদের সরিয়ে নিচ্ছে চীন

ইউক্রেন থেকে নাগরিকদের  সরিয়ে নেওয়া শুরু করেছে চীনের দূতাবাস। ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর ষষ্ঠ দিনে এসে তারা নিজেদের নাগরিকদের সরিয়ে নেওয়া শুরু করল।

চীনা দূতাবাস অবশ্য জানিয়েছে, প্রথমে একটি দল গতকালই চলে গেছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে, কিয়েভ থেকে চীনা শিক্ষার্থীদের মলদোভায় সরিয়ে নেওয়া হয়েছে।

এই সময়ে এসে কিয়েভ থেকে চীনাদের সরিয়ে নেওয়ার যথেষ্ট গুরুত্ব রয়েছে। সম্ভাব্য প্রথম কারণ হলো- চীন প্রথমে ভেবেছিল ইউক্রেনে রুশ হামলা দীর্ঘস্থায়ী হবে না। কিংবা চীনের ধারণা ছিল, রাশিয়া দ্রুত ইউক্রেনের দখল নিয়ে ফেলবে। তার কোনোটিই না হওয়াতে এবার নাগরিকদের সরিয়ে নেওয়ার পথে হাঁটছে দেশটি।

আরেকটি কারণও থাকতে পারে; সেটা হলো- চীনের ধারণা, ইউক্রেনে রাশিয়ার চরম আগ্রাসন নেমে আসবে। যদিও এসব ব্যাপারে চীন প্রকাশ্যে কিছুই বলেনি।
সূত্র: বিবিসি।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button