লিড নিউজ

প্রধানমন্ত্রীকে জাতিসংঘ মহাসচিবের ফোন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেস। ‘চ্যাম্পিয়নস গ্রুপ অব গ্লোবাল ক্রাইসিস রেসপন্স’ প্লাটফর্মে যোগ দিতে মহাসচিব প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (১২ এপ্রিল) সন্ধ্যায় প্রধানমন্ত্রীকে টেলিফোন করেন জাতিসংঘ মহাসচিব। কুশল বিনিময়ের পাশাপাশি বিভিন্ন বিষয়ে তারা প্রায় ১২ মিনিট কথা বলেন

খাদ্য, জ্বালানি এবং অর্থায়ন বিষয়ে ‘চ্যাম্পিয়নস গ্রুপ অব গ্লোবাল ক্রাইসিস রেসপন্স’ প্লাটফর্মে যোগ দিতে আমন্ত্রণ জানানোয় জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । প্রধানমন্ত্রী এ আমন্ত্রণ আনন্দের সঙ্গে গ্রহণ করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই প্ল্যাটফর্মে ইন্দোনেশিয়া ও সেনেগালের প্রেসিডেন্ট, বার্বাডোজ ও ডেনমার্কের প্রধানমন্ত্রীরাও যোগ দিচ্ছেন জেনে সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। অন্য নেতাদের সঙ্গে নিবিড় কাজের মাধ্যমে এই গ্রুপটি লক্ষ্য পূরণ করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মহামারীর মধ্যে ইউক্রেইন যুদ্ধের কারণে খাদ্য ও জ্বালানিসহ বিভিন্ন খাত এবং অর্থনীতিতে যে নাজুক পরিস্থিতি তৈরি হয়েছে, তা জাতিসংঘ মহাসচিবের কাছে তুলে ধরেন শেখ হাসিনা।

এই পরিস্থিতিতে সঙ্কট মোকাবেলার এমন একটি প্ল্যাটফর্ম গড়ে তুলে গরিব এবং ঝুঁকিতে থাকা মানুষের রক্ষায় উদ্যোগী হওয়ায় জাতিসংঘের নেতৃত্বের প্রশংসা করেন তিনি।

বিশ্বে শান্তি, স্থিতিশীলতা প্রতিষ্ঠা ও উন্নয়নে জাতিসংঘের যে কোনো উদ্যোগে সাড়া দেওয়ার ক্ষেত্রে নিজের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

এই প্রসঙ্গে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শক্তিশালী অংশগ্রহণ, এসডিজি বাস্তবায়ন,

জলবায়ু ক্ষতি মোকাবেলা, লিঙ্গ সমতা বিধানে বাংলাদেশের অংশীদারিত্বের কথা বলেন তিনি।

জাতিসংঘ মহাসচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘চ্যাম্পিয়নস গ্রুপ অব গ্লোবাল ক্রাইসিস রেসপন্স’ গ্রুপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে একজনকে মনোনীত করার অনুরোধ জানান।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button