খুলনা বিভাগসারাদেশ

কেশবপুরে মাদারডাঙ্গায় পানিতে পড়ে শিশুর মৃত্যুকেশবপুরে মাদারডাঙ্গায় পানিতে পড়ে শিশুর মৃত্যু

যশোর ভ্রাম্যমাণ প্রতিনিধি: যশোরের কেশবপুরে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে এগারো মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে উপজেলার মাদারডাঙ্গা গ্রামে। শিশুটিকে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশুটির চাচা আব্দুল লতিফ বলেন, আমেনার বাবা আবুহর সিদ্দিকী নারকেল পাতার শলার ব্যবসা করেন। তিনি প্রতিদিনের ন্যায় গ্রামে শলা কিনতে গিয়েছিলেন ও মা আফরোজা বেগম ধান শুকানোর কাজে ব্যস্ত ছিলেন। এরই ফাঁকে চোখের অগোচরে খেলা করতে যেয়ে বাড়ির পাশে জমা বৃষ্টির পানিতে পড়ে মারা যায়।

কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃব্যরত চিকিৎসক সোনিয়া পারভীন বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দীন বলেন, জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে শিশুর মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button