লিড নিউজ

বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ১৮ লাখ ছাড়াল

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বে এ পর্যন্ত ১৮ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। কোভিড রোগীর সংখ্যা ৮ কোটি ৫৫ লাখ ছাড়িয়েছে।

ভাইরাসটির আক্রান্ত ও মৃতের ধারাবাহিক হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফোর তথ্য অনুযায়ী, সোমবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টা নাগাদ বিশ্বে করোনায় মারা গেছে ১৮ লাখ ৫০ হাজার ৬০৭ জন।  আর আক্রান্ত রোগীর সংখ্যা ৮ কোটি ৫৫ লাখ ২ হাজার ২৩২।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র।  দেশটিতে কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা ২ কোটি ১১ লাখ ১৩ হাজার ৫২৮।  এ পর্যন্ত মারা গেছে ৩ লাখ ৬০ হাজার ৭৮ জন।

এরপরই রয়েছে ভারত।  বিশ্বের দ্বিতীয় বৃহত্তম  জনসংখ্যার এ দেশটিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১ কোটি ৩ লাখ ৪১ হাজার ২৯১।  মারা গেছে ১ লাখ ৪৯ হাজার ৬৮৬ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে কোভিড-১৯ সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৭৭ লাখ ৩৩ হাজার ৭৪৬। দেশটিতে এ ভাইরাসে মারা গেছে ১ লাখ ৯৬ হাজার ১৮ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ।  ফ্রান্স পঞ্চম।  যুক্তরাজ্য ষষ্ঠ।  তুরস্ক সপ্তম।  ইতালি অষ্টম।  স্পেন নবম।  জার্মানি দশম।

তালিকায় ২৭তম অবস্থানে থাকা বাংলাদেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ৫ লাখ ১৬ হাজার ১৯ জন।  এর মধ্যে মারা গেছেন ৭ হাজার ৬২৬ জন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button