লিড নিউজ

রাজধানীসহ বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন

রাজধানীসহ সারাদেশের বিভিন্ন জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

শুক্রবার রাত ১০টার দিকে বিজিবি সদস্যরা মাঠে নেমেছেন। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত তারা মাঠে থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবেন।

বিজিবি সদর দফতর সূত্র এ তথ্য জানিয়েছেন।

সূত্রটি জানায়, রাজধানীর বেশ কয়েকটি পয়েন্টে শুক্রবার হেফাজত সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ ঘটে। এতে অনেকে আহত হওয়ার খবর পাওয়া গেছে। চট্টগ্রামের হাটহাজাজিতে চার জন মারাও গেছে। শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন উপড়ে ফেলায় ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

তাছাড়া রাতে রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক অবরোধ করে রাখে মাদরাসা শিক্ষার্থীরা। পরিস্থিতি আরও অবনতি হতে পারে- এমন আশঙ্কায় স্থানীয় প্রশাসনের চাহিদার প্রেক্ষিতে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।

তবে ঠিক কত প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে তা জানাতে পারেনি সূত্রটি।

এর আগে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমন উপলক্ষে বিরোধিতা করে মাঠে নামে হেফাজত সমর্থকরা।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button