লিড নিউজ

শিক্ষাপ্রতিষ্ঠান এখনই উন্মুক্ত করা হবে না: প্রধানমন্ত্রী

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখনই উন্মুক্ত করা হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল হস্তান্তর করা হয়। সেই অনুষ্ঠানেই তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, শিক্ষাপ্রতিষ্ঠান এখনই উন্মুক্ত করা হবে না। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে পর্যায়ক্রমে এগুলো উন্মুক্ত করা হবে।
এ সময় সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। একইসঙ্গে যারা এই করোনাকালেও ফল প্রকাশের জন্য যারা কাজ করেছেন, তাদেরকেও অভিনন্দন জানান তিনি।
শিক্ষার্থীদের পড়াশোনা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “স্কুলের বই পড়ার পাশাপাশি বিশ্বকেও জানতে হবে।”

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button