রংপুর বিভাগসারাদেশ

সৈয়দপুরে ব্যক্তিগত উদ্যোগে রাস্তা সংস্কার করলেন আওয়ামী লীগ নেতা প্রকৌশলী রাশেদুজ্জামান

নীলফামারী জেলা প্রতিনিধি: করোনা ভাইরাসের ঝুঁকি নিয়েই মানবসেবায় নিজ উদ্যোগে কাজ করে যাচ্ছেন নীলফামারীর সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগ নেতা প্রকৌশলী একেএম রাশেদুজ্জামান। বর্ষা মৌসুমে উপজেলার ৩নং বাঙ্গালীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড পশ্চিমপাড়ার একটি সড়কের বেহাল দশায় যান চলাচল অনুপযোগি হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চরম দূর্ভোগের শিকার হয়ে আসছিলেন এলাকাবাসী। এলাকাবাসী দূর্ভোগ লাঘবে বেহাল সড়কটির বিষয়ে ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সবুজ মন্ডল উপজেলা আওয়ামী লীগ নেতা রাশেদুজ্জামানকে অবহিত করেন। রাশেদুজ্জামান সড়কটি সংস্কারের উদ্যোগ নেন। ব্যক্তিগত তহবিল থেকে প্রায় দেড় কিলোমিটার চলাচল অনুপযোগি ওই কাঁচা সড়কটিতে ইট ও রাবিস ফেলে সংস্কার করেন তিনি। এলাকাবাসীর সহযোগিতা ও ভালবাসায় নিজের দায়িত্ববোধ পালন করেছেন তিনি। দেশের এ ক্রান্তিকালে সক্রিয়ভাবে করোনাসহ সকল ধরনের ঝুঁকি মাথায় নিয়ে এলাকাবাসীর বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছেন। প্রকৌশলী একেএম রাশেদুজ্জামান বলেন, বর্তমান পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার আহ্বান ও নির্দেশে এলাকার সচেতন নাগরিক হিসেবে নিজ দায়িত্ব পালন করে চলেছি মাত্র। ইউনিয়নের ওই রাস্তাটি পানি কাঁদার কারণে সাধারণ মানুষের চলাচল অসুবিধা হয়ে পড়েছিল। তাদের এই দুর্দশা লাঘবের জন্য সাময়িকভাবে নিজের সাধ্যমত ইট ও রাবিস দিয়ে চলাচলে একটি পরিবেশ তৈরী করেছি।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button